২০২৩-২০২৪ শিক্ষাবর্সে দেশের সকল বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। বুধবার থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন চলবে।
ভর্তির জন্য কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না। সেই সাথে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে। মেনুয়ালে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবেনা। কোনো শিক্ষার্থী মেনুয়ালে ভর্তির জন্য অপেক্ষা করলে, সে অত্র শিক্ষা বর্ষে ভর্তি হতে পারবেনা। ২০২৩-২০২৪ শিক্ষাবর্সে নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এর মাধ্যমে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যেসকল কলেজে পছন্দক্রম দিবে তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ফলাফলে একটি মাত্র কলেজ নির্ধারণ করা হবে।
গ্রুপ নির্বাচন পদ্ধতিড :
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
আবেদন ও ফল প্রকাশের সময়সূচী :
Ø প্রথম পর্যায়
আবেদন ১০ আগস্ট ২০২৩ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত।
Ø শুধুমাত্র পুনঃনিরিক্ষণে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের তারিখঃ- ৩১ আগস্ট ২০২৩।
Ø
পছন্দক্রম পরিবর্তনের তারিখঃ- ৩১ আগস্ট ২০২৩।
Ø
প্রথম পর্যায় ফলাফল ফলাফল প্রকাশের তারিখঃ- ০৫ সেপ্টেম্বর ২০২৩।
Ø
প্রথম পর্যায় নির্বাচিত প্রার্থীদের নিশ্চয়নের তারিখঃ- ০৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
Ø
যদি কেউ এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করে তবে, তাকে দ্বিতীয় বার পুনঃরায় ফি প্রদান করে আবেদন করতে হবে।
Ø
দ্বিতীয় পর্যায়
আবেদন ১২ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
Ø
প্রথম পর্যায় মাইগ্রেশনের ফলাফল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ।
Ø
দ্বিতীয় পর্যায় আবেদনের ফলাফল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ।
Ø
দ্বিতীয় পর্যায় নির্বাচিত প্রার্থীদের নিশ্চয়নের তারিখঃ- 1৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১8 সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
Ø
যদি কেউ এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করে তবে, তাকে তৃতীয় বার পুনঃরায় ফি প্রদান করে আবেদন করতে হবে।
Ø
তৃতীয় পর্যায় আবেদন গ্রহন 20 সেপ্টেম্বর ২০২৩ থেকে 21 সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
Ø
দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের
ফলাফল 23 সেপ্টেম্বর ২০২৩ তারিখ।
Ø
তৃতীয় পর্যায় ফলাফল প্রকাশ 23 সেপ্টেম্বর ২০২৩
তারিখ।
Ø
তৃতীয় পর্যায় নিশ্চয়ন
24 সেপ্টেম্বর ২০২৩ থেকে 25 সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
Ø
তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে
তাদের ভর্তির সুযোগ থাকবেনা। উল্লেখ্য যে, তারা চাইলে সাধারণ ও মাদ্রাসা বোর্ড
ব্যতীত অন্য বোর্ডে ভর্তি হতে পারবে।
ভর্তি ও ক্লাস :
আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
কলেজে ভর্তি ফি কতো :
এবার একাদশ শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের ননএমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবেন। আর ঢাকা মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবেন। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো সর্বোচ্চ ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের ননএমপিও কলেজগুলো সর্বোচ্চ ৬ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে। জেলা পর্যায়ের বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন এমপিও কলেজগুলো ৪ হাজার টাকা ফি নিতে পারবেন। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সন ননএমপিও কলেজ ২ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন ননএমপিও কলেজ ৩ হাজার টাকা ফি নিতে পারবে।
অপরদিকে ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজগুলো ও ইংরেজি ভার্সনের এমপিওভুক্ত সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে। জেলা পর্যায়ের বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজ ও ইংরেজি ভার্সনে এমপিওভুক্ত কলেজ ২ হাজার টাকা ফি নিতে পারবেন। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সনে এমপিওভুক্ত কলেজ ১ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন এমপিওভুক্ত কলেজ ১ হাজার ৫০০ টাকা ফি নিতে পারবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন