সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

HSC Admission 2023: এক নজরে এইচ.এস.সি পর্যায় আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।





 এক নজরে এইচ.এস.সি পর্যায়
আবেদনের সকল তথ্য
সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ড

  • Ø প্রথম পর্যায় আবেদন ১০ আগস্ট ২০২৩ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত
  • Ø  শুধুমাত্র পুনঃনিরিক্ষণে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের তারিখঃ- ৩১ আগস্ট ২০২৩

Ø  পছন্দক্রম পরিবর্তনের তারিখঃ- ৩১ আগস্ট ২০২৩

Ø  প্রথম পর্যায় ফলাফল ফলাফল প্রকাশের তারিখঃ- ০৫ সেপ্টেম্বর ২০২৩

Ø  প্রথম পর্যায় নির্বাচিত প্রার্থীদের নিশ্চয়নের তারিখঃ- ০৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত

Ø  যদি কেউ এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করে তবে, তাকে দ্বিতীয় বার পুনঃরায় ফি প্রদান করে আবেদন করতে হবে


Ø  দ্বিতীয় পর্যায় আবেদন ১২ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত

Ø  প্রথম পর্যায় মাইগ্রেশনের ফলাফল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ

Ø  দ্বিতীয় পর্যায় আবেদনের ফলাফল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ

Ø  দ্বিতীয় পর্যায় নির্বাচিত প্রার্থীদের নিশ্চয়নের তারিখঃ- 1৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১8 সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত

Ø  যদি কেউ এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করে তবে, তাকে দ্বিতীয় বার পুনঃরায় ফি প্রদান করে আবেদন করতে হবে


Ø  তৃতীয় পর্যায় আবেদন গ্রহন 20 সেপ্টেম্বর ২০২৩ থেকে 21 সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত

Ø  দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল 23 সেপ্টেম্বর ২০২৩ তারিখ।

Ø  তৃতীয় পর্যায় ফলাফল প্রকাশ 23 সেপ্টেম্বর ২০২৩ তারিখ।

Ø  তৃতীয় পর্যায় নিশ্চয়ন 24 সেপ্টেম্বর ২০২৩ থেকে 25 সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত

Ø  তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে তাদের ভর্তির সুযোগ থাকবেনা। উল্লেখ্য যে, তারা চাইলে সাধারণ ও মাদ্রাসা বোর্ড ব্যতীত অন্য বোর্ডে ভর্তি হতে পারবে।


আবেদনের যোগ্যতাঃ 2021, 2022, 2023 সালে বাংলাদেশের যেকোন শিক্ষা বোর্ড হতে এস.এস.সি পাশ হতে হবে।

আবেদন ফি 150 টাকা। আবেদনের চার্জ ব্যতিত।

বিস্তারিত আরও তথ্য জানার জন্য ভিজিট করুন


http://www.xiclassadmission.gov.bd

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি।

 ব্র্যাক এন.জি.ওতে নিয়োগ। ট্রেইনি কর্মসূচি সংগঠক, দাবি; মাইক্রোফাইন্যান্স

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির আবেদন

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির আবেদন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির আবেদন শুরু ২২/০১/২০২৪ইং তারিখ থেকে। এবং আবেদন চলবে ১১/০২/২০২৪ইং তারিখ পর্যন্ত। ০১। আবেদনের সাধারণ যোগ্যতাঃ বাংলাদেশের যে কোন স্বীকৃত বোর্ড হতে HSC/সমমান ২০২২ ও ২০২৩ সালে এবং SSC/সমমান ২০২০ ও ২০২১ সালে (মানবিক শাখা হতে ৪র্থ বিষয় সহ) সর্বনিম্ন ৩.০০ পয়েন্টসহ উভয় পরীক্ষীয় সর্বনিম্ন ৬.৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্ল্যখ্য যে, বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের উভয় পরীক্ষীয় সর্বনিম্ন ৭.০০ পয়েন্ট পেতে হবে। ০২। শিক্ষার্থীকে অনলেইনে পূরণকৃত আবেদন ফরমসহ ৩৫০/- মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেয়ার তারিখঃ ২৩/০১/২০২৪ থেকে ১২/০২/২০২৪ পর্যন্ত। ০৩। উল্লেখিত তারিখের মধ্যে ফরম জমা না দিলে, আবেদন বাতিল বলে গন্য হবে। ০৪। শিক্ষার্থীদের HSC/সমমান ও SSC/সমমান পয়েন্টের ভিত্তিতে তাদের বিষয় নির্ধারণ করা হবে। বিস্তারিত তথ্য জানাবো পরবর্তী পোস্টে। ীনীী্ত। হ <script type="text/javascript"> atOptions = { &#