সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির আবেদন

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির আবেদন

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির আবেদন শুরু ২২/০১/২০২৪ইং তারিখ থেকে। এবং আবেদন চলবে ১১/০২/২০২৪ইং তারিখ পর্যন্ত।

০১। আবেদনের সাধারণ যোগ্যতাঃ

বাংলাদেশের যে কোন স্বীকৃত বোর্ড হতে HSC/সমমান ২০২২ ও ২০২৩ সালে এবং SSC/সমমান ২০২০ ও ২০২১ সালে (মানবিক শাখা হতে ৪র্থ বিষয় সহ) সর্বনিম্ন ৩.০০ পয়েন্টসহ উভয় পরীক্ষীয় সর্বনিম্ন ৬.৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্ল্যখ্য যে, বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের উভয় পরীক্ষীয় সর্বনিম্ন ৭.০০ পয়েন্ট পেতে হবে।

০২। শিক্ষার্থীকে অনলেইনে পূরণকৃত আবেদন ফরমসহ ৩৫০/- মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেয়ার তারিখঃ ২৩/০১/২০২৪ থেকে ১২/০২/২০২৪ পর্যন্ত।

০৩। উল্লেখিত তারিখের মধ্যে ফরম জমা না দিলে, আবেদন বাতিল বলে গন্য হবে।

০৪। শিক্ষার্থীদের HSC/সমমান ও SSC/সমমান পয়েন্টের ভিত্তিতে তাদের বিষয় নির্ধারণ করা হবে।

বিস্তারিত তথ্য জানাবো পরবর্তী পোস্টে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি।

 ব্র্যাক এন.জি.ওতে নিয়োগ। ট্রেইনি কর্মসূচি সংগঠক, দাবি; মাইক্রোফাইন্যান্স

HSC Admission 2023: এক নজরে এইচ.এস.সি পর্যায় আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।

  এক নজরে  এইচ.এস.সি পর্যায় আবেদনের সকল তথ্য সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ড Ø   প্রথম পর্যায় আবেদন ১০ আগস্ট ২০২৩ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত । Ø   শুধুমাত্র পুনঃনিরিক্ষণে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের তারিখঃ - ৩১ আগস্ট ২০২৩ । Ø   পছন্দক্রম পরিবর্তনের তারিখঃ - ৩১ আগস্ট ২০২৩ । Ø   প্রথম পর্যায় ফলাফল ফলাফল প্রকাশের তারিখঃ - ০৫ সেপ্টেম্বর ২০২৩ । Ø   প্রথম পর্যায় নির্বাচিত প্রার্থীদের নিশ্চয়নের তারিখঃ - ০৭ সেপ্টেম্বর   ২০২৩ থেকে ১০ সেপ্টেম্বর   ২০২৩ পর্যন্ত । Ø   যদি কেউ এই সময়ের মধ্যে নিশ্চয়ন না করে তবে , তাকে দ্বিতীয় বার পুনঃরায় ফি প্রদান করে আবেদন করতে হবে । Ø   দ্বিতীয় পর্যায় আবেদন ১২ সেপ্টেম্বর   ২০২৩ থেকে ১৪ সেপ্টেম্বর   ২০২৩ পর্যন্ত । Ø   প্রথম পর্যায় মাইগ্রেশনের ফলাফল ১৬ সেপ্টেম্বর   ২০২৩ তারিখ । Ø   দ্বিতীয় পর্যায় আবেদনের ফলাফল ১৬ সেপ্টেম্বর   ২০২৩ তারিখ । Ø   দ্বিতীয় পর্যায় নির্বাচিত প্রার্থীদের নিশ্চয়নের তারিখঃ - 1৭ সেপ্টেম্বর   ২০২৩ থেকে ১8 সেপ্টেম্বর   ২০২৩ পর্যন্ত । Ø   যদ