২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে ভর্তির আবেদন শুরু ২২/০১/২০২৪ইং তারিখ থেকে। এবং আবেদন চলবে ১১/০২/২০২৪ইং তারিখ পর্যন্ত।
০১। আবেদনের সাধারণ যোগ্যতাঃ
বাংলাদেশের যে কোন স্বীকৃত বোর্ড হতে HSC/সমমান ২০২২ ও ২০২৩ সালে এবং SSC/সমমান ২০২০ ও ২০২১ সালে (মানবিক শাখা হতে ৪র্থ বিষয় সহ) সর্বনিম্ন ৩.০০ পয়েন্টসহ উভয় পরীক্ষীয় সর্বনিম্ন ৬.৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। উল্ল্যখ্য যে, বিজ্ঞান ও ব্যবসায় বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের উভয় পরীক্ষীয় সর্বনিম্ন ৭.০০ পয়েন্ট পেতে হবে।
০২। শিক্ষার্থীকে অনলেইনে পূরণকৃত আবেদন ফরমসহ ৩৫০/- মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেয়ার তারিখঃ ২৩/০১/২০২৪ থেকে ১২/০২/২০২৪ পর্যন্ত।
০৩। উল্লেখিত তারিখের মধ্যে ফরম জমা না দিলে, আবেদন বাতিল বলে গন্য হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন