সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আজ ভুল করে বিয়ে করলেন অপু বিশ্বাস!

আজ দুপুরে অপু বিশ্বাসের ফেসবুক আইডিতে অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল। আজ রোববার বেলা ৩টা ৪৫ মিনিটে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে হঠা ৎ দেখা যায় ‘গট ম্যারিড’ স্ট্যাটাস। মুহূর্তের মধে্যেই খবরটি ছুড়িয়ে পড়ে সর্বত্র। শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনের পালে যেন নতুন করে হাওয়া এই পোস্ট। কাকে, কবে বিয়ে করলেন অভিনেত্রী অপু বিশ্বাস? এমন প্রশ্নের উত্তর মেলার আগেই উধাও হয়ে গেল ‘গট ম্যারিড’ পোস্ট। এই স্বল্প সময়ের মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া পড়ে ৫৭৪টি, ৮ মন্তব্য ও ১৬টি শেয়ার হয়।   এক প্রতিবেদকের কল ধরেই হেসে ফেলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘বিষয়টি (গট ম্যারিড) অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। আমি ফেসবুক আপডেট দিয়েছিলাম। সে সময় এটি ঘটেছে। আমি বুঝেতেই পারিনি, এমন ঘটনা ঘটে যাবে। সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি, না হয় চেক করে দেখুন।’   হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘আমি কয়েক দিন ধরে কাজে ব্যস্ত। নতুন মুঠোফোন নিয়েছি। সময় পাচ্ছিলাম না। তাই সময় করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপডেট দিয়েছি। কিন্তু সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে গেছে। আর স্বল্প সময়ের মধ্যে প্রচুর ফোন আসা শুরু হয়েছে। কেউ কেউ তো ফোনে

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

২০২৩ - ২০২৪ শিক্ষাবর্সে দেশের সকল বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে । বুধবার থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন চলবে ।     যেভাবে আবেদন করবেনঃ ভর্তির জন্য কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না। সেই সাথে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। কেবল অনলাইনে আবেদন করা যাবে। মেনুয়ালে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবেনা। কোনো শিক্ষার্থী মেনুয়ালে ভর্তির জন্য অপেক্ষা করলে , সে অত্র শিক্ষা বর্ষে ভর্তি হতে পারবেনা।   ২০২৩ - ২০২৪ শিক্ষাবর্সে নির্ধারিত ওয়েবসাইটে ( www.xiclassadmission.gov.bd ) এর মাধ্যমে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দ দিতে হবে। একজন শিক্ষার্থী যেসকল কলেজে পছন্দক্রম দিবে তার মধ্য থেকে তার মেধা , কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে ফলাফলে একটি